fbpx
সাপোর্ট ও ডাউনলোড

যে কোন প্রয়োজনে কল করুন ১৬৫১৬ নাম্বারে। আমরা পাশে আছি ২৪/৭।

sManager Login

যোগাযোগ
বাড়ি-৪৫৪ , রোড- ৩১, মহাখালী ডিওএইচএস
ঢাকা, বাংলাদেশ
info@sheba.xyz
১৬৫১৬

আমাদের গল্প

২০১৯ সালের ডিসেম্বর মাস, দেশজুড়ে ডিজিটাল হাওয়া বইছে। এমন সময়েই যাত্রা শুরু হয় এস-ম্যানেজারের , পুরো বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে ডিজিটাল ব্যবসায় রূপান্তরের স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন দেখেছিলেন সেবা প্লাটফর্ম লিমিটেড এর তিন কর্ণধার আদনান ইমতিয়াজ হালিম, ইলমুল হক সজীব ও আবু নাসের মোহাম্মদ শোয়েব। সময়ের সাথে সাথে সেই স্বপ্নের উপর আস্থা রেখে দলে যোগ দিয়েছেন আরও অনেকেই। আর এখন সেই স্বপ্ন দেশব্যাপী ৫ লক্ষেরও বেশি মানুষের ব্যবসা পরিচালনার সহজ সমাধান।

মূলত এস-ম্যানেজার ব্যবসা চালানোর একটি অল-ইন-ওয়ান অ্যাপ যা দিয়ে একজন ব্যবসায়ী তার ব্যবসা চালাতে যা যা করা প্রয়োজন, সবই করতে পারবেন। ব্যবসায়ের প্রতিদিনের বেচা-বিক্রির হিসাব, বাকির হিসাব, স্টকে থাকা পণ্যের তালিকা থেকে শুরু করে ,বাড়তি আয় থেকে শুরু করে সব কিছুই সম্ভব এই এক অ্যাপের মাধ্যমে। এমনকি কেউ যদি ব্যবসায়ী না হয়ে থাকেন, কিন্তু ব্যবসা করতে আগ্রহী হয়ে থাকেন, তিনিও এই অ্যাপের মাধ্যমে নিজের ব্যবসা শুরু করতে পারবেন।

যদিও বর্তমানে পুরো দেশজুড়ে মোট ৫ লক্ষেরও বেশি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী এস-ম্যানেজার অ্যাপ ব্যবহার করছেন, তবে এর শুরুটা হয়েছিল খুবই স্বল্প পরিসরে। সেবা প্লাটফর্ম লিমিটেড এর প্রথম প্রচেষ্টা sheba.xyz-এর সাফল্যের পর এর সার্ভিস প্রভাইডারদের ব্যবসা পরিচালনার জন্য একটি অ্যাপের প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন দেখা যায়, দেশে এর বাইরেও আরও ৮০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা রয়েছে যেগুলো দেশের মোট জিডিপির ২৫% অবদান রাখে, কিন্তু এই ব্যবসাগুলো ঠিকমত উন্নতি করতে পারছে না বিভিন্ন কারণে। সঠিকভাবে পরিচালনার অভাব, মূলধনের অভাব, অথবা হিসাব রাখায় অব্যবস্থাপনা বিভিন্ন কারণে ব্যবসাগুলো একটা পর্যায়ে এসে আর সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। সেখান থেকেই এস-ম্যানেজার অ্যাপটির আইডিয়া এসেছে, যেটা কিনা একজন ব্যবসায়ীর জন্য একটা বিজনেস অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করবে।

প্রত্যেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর নিজস্ব একটি স্বত্তা আছে, তার ব্যবসায়ের একটি নিজস্ব পরিচয় ও ধারা রয়েছে। এই ব্যাপারটিই এস-ম্যানেজার এর লোগোতে তুলে ধরা হয়েছে। একটি জানালা যার উপর একজন ব্যবসায়ী তার ফিঙ্গারপ্রিন্ট রাখার মধ্যে দিয়ে নিজের জন্য অপার সম্ভাবনার দুয়ার খুলে নিচ্ছে, এমনটিই বুঝানো হয়েছে এই অ্যাপের লোগোতে।

সময়ের সাথে সাথে বদলেছে অনেক কিছু। অ্যাপ ইন্টারফেস থেকে শুরু করে ফিচার, অনেক কিছুতেই এসেছে অনেক পরিবর্তন। কিন্তু যে উদ্দেশ্য ও স্বপ্ন নিয়ে এই যাত্রা শুরু, তা এখনও অব্যাহত রয়েছে। এস-ম্যানেজার ও সেবা প্লাটফর্ম লিমিটেড এর অন্য সকল প্রয়াসগুলোর মধ্য দিয়ে একটি বিজনেস ইকোসিস্টেম গঠনের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যেখানে বড় ও ছোট সকল ব্যবসাই এগিয়ে যেতে পারবে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে সার্বিক সমৃদ্ধির দিকে।

Key Word: smanager

সাপোর্ট ও ডাউনলোড

যে কোন প্রয়োজনে কল করুন ১৬৫১৬ নাম্বারে। আমরা পাশে আছি ২৪/৭।

x