স্টক – আপনার ব্যবসায়ের সকল পণ্যের হিসাব এক জায়গায় লিপিবদ্ধ রাখতে ব্যবহার করুন স্টক ফিচার। স্টকে পণ্যের নাম, পণ্যের বর্ণনা, কয়টি পণ্য আছে, এসবের এন্ট্রি দিন। বিক্রির পর স্টক থেকেই পেয়ে যাবেন পণ্যের লাইভ আপডেট, অর্থাৎ কোন পণ্য কয়টি বিক্রি হয়েছে ও কয়টি স্টকে জমা আছে, আবার মোট কত টাকার পণ্য স্টকে আছে, তার হিসাব। চাইলে পণ্যের ক্যাটাগরি বা ওয়েবস্টোরে পাবলিশড নাকি আনপাবলিশড, তা স্টকে দেখতে পারবেন।