sManager-এর বাকীর খাতা ফিচারটি আপনার দৈনন্দিন যাবতীয় বাকীতে বিক্রয় হিসাব রাখার জন্য একটি আদর্শ ডিজিটাল পদ্ধতি। এই ফিচারটি ব্যবহার করে আপনি সহজেই আপনার পাওনাদার এবং দেনাদার হিসাবের ট্র্যাক রাখতে পারবেন। আপনার বাকীতে বিক্রির মোট পরিমাণ দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক অনুযায়ী দেখতে পারবেন এক নিমিষেই। এমন কী আপনার পাওনাদারদের টাকা পরিশোধের তারিখ বা রিমাইন্ডার নোটিফিকেশনও দিতে পারবেন এখান থেকে।

due tracker

কাস্টমারের কাছে বাকিতে পণ্য বিক্রয় করলে অথবা কাস্টমার আপনার কাছে অগ্রিম টাকা জমা দিলে আপনি বাকির খাতায় সেটির এন্ট্রি দিতে পারবেন। এছাড়া বেচা-বিক্রি ফিচারটি থেকে কাস্টমারের কাছে বাকিতে বিক্রয় করলে স্বয়ংক্রিয়ভাবে তা বাকির খাতায় অটো-এন্ট্রি হয়ে যাবে। কাস্টমারের ‘বাকীর খাতা’-এ ‘জমা’ এন্ট্রি দিলে তা ঐ কাস্টমারের ‘বেচা-বিক্রি’-এর বাকির এন্ট্রি থেকে অটো পরিশোধ হয়ে যাবে।

চলুন জেনে নেয়া যাক sManager-এর বাকীর খাতা ফিচারটি ব্যবহারের সুবিধা সমূহ:

১। নির্ভুল হিসাব: 

বাকীর খাতা একটি ঝামেলাহীন নির্ভুল ডিজিটাল পদ্ধতিতে হিসাব রাখার টুলস। সঠিক ভাবে বাকী ও জমার এন্ট্রি দিলে বাকীর খাতায় হিসাব ভুল হওয়া প্রায় অসম্ভব। বাকীর খাতার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্যবসায়ের বকেয়া হিসাব, দেনাদার-পাওনাদার হিসাব বা বাকী-জমা হিসাব কোনো প্রকার ভুল-ভ্রান্তি ছাড়াই ব্যবসায় পরিচালনা করতে পারবেন।

২। সহজবোধ্য: 

ডিজিটাল পদ্ধতিতে অ্যাপ-এর মাধ্যমে বাকীর হিসাব রাখার ক্ষেত্রে প্রধান বাঁধা হলো বাংলা ভাষা ও বাংলা ভাষার সহজ সাবলীল বোধগম্য ব্যবহার। sManager-এর বাকীর খাতা ফিচারটি মূলত এর সহজ সরল ভাষার ব্যবহার ও উপস্থাপনার মাধ্যমে এই বাঁধাই দূর করেছে। এই অ্যাপ-এর বাকীর খাতা ফিচারটি মূলত ক্ষুদ্র/মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখেই  তৈরি করা হয়েছে, অ্যাপটির ব্যবহার পদ্ধতি এতই সহজ যে, যেকোনো ধরনের ব্যবসায়ী তা ব্যবহার করতে পারে।    

৩। পৃথক হিসাব: 

বাকীর খাতায় প্রত্যেক কাস্টমারের আলাদা আলাদা বাকী ও জমার হিসাব রাখা যায়। কাস্টমারের নাম সিলেক্ট করে বাকী বা জমার এন্ট্রি দিলে তা ঐ কাস্টমারের হিসাবে যুক্ত হয়ে যায়। পৃথকভাবে হিসাব রাখার কারণে প্রত্যেক কাস্টমারের বাকী ও জমার হিসাব ট্র্যাক করা যায় খুব সহজেই।

৪। নোটিফিকেশন: 

বাকীর কাস্টমারদের আপনি চাইলে এখান থেকেই বাকী পরিশোধের বাকী নোটিফিকেশন পাঠাতে পারবেন। আপনি নির্দিষ্ট কাস্টমারের নাম সিলেক্ট করে তারিখ সেট করে দিলে ঐ তারিখে কাস্টমার তাঁর মোবাইলে বাকী পরিশোধের একটি নোটিফিকেশন পেয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

৫। পেমেন্ট লিংক: 

আপনার কাস্টমার চাইলে এখন ঘরে বসেই বাকীর টাকা অনলাইনে পরিশোধ করতে পারবে। বাকীর খাতায় ডিজিটাল কালেকশনের মাধ্যমে শুধু পেমেন্ট লিংক শেয়ার করে দিলেই কাস্টমার ডেবিট/ক্রেডিট কার্ড বা বিকাশসহ বিভিন্ন মাধ্যমে বাকীর টাকা পরিশোধ করতে পারবে। যা আপনি ব্যাংক বা বিকাশ-এর মাধ্যমে আপনার প্রয়োজন-মাফিক সময়ে উত্তোলন করতে পারবেন।

৬। রিপোর্ট: 

আপনার বাকীতে বিক্রির মোট পরিমাণ দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক অনুযায়ী দেখতে পারবেন এক নিমিষেই। বাকীর খাতায় রয়েছে বিভিন্ন ফিল্টার যার মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমারের ক্যাটাগরি করে মোট বাকী ও জমার পরিমাণ কিংবা ব্যালেন্সও দেখতে পারবেন।

৭। অটো-রিমাইন্ডার: 

আপনি কাস্টমারের বাকী পরিশোধের তারিখ ও পরিমাণ অটো-রিমাইন্ডার দিয়ে রাখতে পারবেন, যার মাধ্যমে আপনি জানতে পারবেন কোন কাস্টমার কবে বাকী পরিশোধ করবে।

৮। ২৪/৭ কাস্টমার কেয়ার: 

sManager বিজনেস সল্যুশন প্ল্যাটফর্মের রয়েছে ২৪/৭ ডেডিকেটেড কাস্টমার কেয়ার সার্ভিস। তাই, আপনার যেকোনো প্রশ্ন বা সহায়তায় কাস্টমার কেয়ার-এর পাশাপাশি রয়েছে ট্রেনিং প্রাপ্ত সেলস এজেন্ট যারা আপনার ব্যবসায়ের যেকোনো প্রয়োজনে আপনাকে সহায়তা করবে।

তাই দেরি না করে, আজ থেকেই ব্যবহার করুন sManager-এর বাকীর খাতা, আপনার ব্যবসায় পরিচালনা করুন নির্ভাবনায়।

সুবিধা যখন সীমাহীন,
ব্যবসা হবে বাধাহীন।

চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে

বিস্তারিত জানতে কল করুন ১৬৫১৬ অথবা ভিজিট করুন smanager.xyz

Leave a comment

Las Mejores Casas de Apuestas de Fútbol en España