বিক্রির খাতা
আপনি বেচা-বিক্রি ফিচার থেকে এস-ম্যানেজার অ্যাপে যত ধরনের বিক্রয় এন্ট্রি দিবেন, সব এন্ট্রি এসে জমা হবে বিক্রির খাতায়। আপনার ব্যবসায়ের সকল বিক্রয়ের এন্ট্রির তালকা দেখতে ব্যবহার করুন বিক্রির খাতা ফিচার, যেখান থেকে আপনার কাস্টমারের কাছে বিক্রয়কৃত পণ্য বা সেলসের হিস্টোরি দেখতে পারবেন। আবার যে সকল পণ্যের মূল্য পরিশোধ সম্পন্ন হয়েছে আর যে সকল পণ্যের মূল্য বাকী রয়েছে, তার তালিকাও দেখতে পাবেন। প্রয়োজনে পণ্য ফেরত অথবা পরিবর্তনও করতে পারবেন।
সুবিধা
সময় বাঁচায়
নির্ভুলভাবে বিক্রির হিসাব দেখা যায়
বিক্রির তথ্য অটো আপডেট হয়ে যায়
তথ্য হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না
পণ্য ফেরত বা পরিবর্তন করা যায়
কিভাবে ব্যবহার করবেন:
১। প্রথমে হোম পেজ থেকে “বিক্রির খাতা” ফিচারে ট্যাপ করুন।
২। সরাসরি দোকান থেকে বিক্রিত পণ্যের হিসাব দেখতে “বেচা-বিক্রি” বাটনটিতে ট্যাপ করুন।
৩। পরের পেইজে কত তারিখে কত টাকার বিক্রি হয়েছে তার তালিকা “সেলস” ট্যাবে দেখা যাবে। কোন কোন বিক্রির টাকা পরিশোধ হয়েছে, তার তালিকা “পরিশোধকৃত” ট্যাবে দেখতে পাবেন। কোন কোন লেনদেন বাকিতে হয়েছে, তা “বাকি” ট্যাবে দেখতে পারবেন। এই তালিকাগুলোর কোন এন্ট্রিতে ট্যাপ করলে সেই এন্ট্রির বিস্তারিত দেখতে পাবেন পরের পেইজে। সেখান থেকে পণ্য ফেরত বা পরিবর্তন করতে পারবেন, এন্ট্রিতে কাস্টমার যোগ করতে পারবেন, আবার রিসিপ্ট প্রিন্ট বা এসএমএস করতে পারবেন।
৪। “বিক্রির খাতা” ফিচারে গিয়ে অনলাইন স্টোর বাটনে ট্যাপ করলে অনলাইন স্টোর থেকে কত টাকার কি কি পণ্য বিক্রি হয়েছে বা বিক্রির অর্ডার রয়েছে, তা দেখতে পাবেন। নতুন অর্ডার “নতুন” ট্যাবে ট্যাবে চলে আসবে। চলতি অর্ডার দেখতে “চলতি” ট্যাবে ট্যাপ করুন। যে সকল অর্ডার সম্পন্ন হয়েছে, তা দেখতে “কমপ্লিট” ট্যাবে ট্যাপ করুন।