বেচা-বিক্রি

আপনার ব্যবসাকে ডিজিটালাইজ করা এবং ব্যবসায়ের বৃদ্ধি ও অন্য সকল পরিস্থিতি সঠিকভাবে বুঝতে ব্যবসায়ের সার্বক্ষনিক নিয়ন্ত্রণ রাখার জন্য ব্যবহার করুন বেচা-বিক্রি ফিচার। খুব সহজেই কম সময়ে ও নির্ভুলভাবে ব্যবসায়ের প্রতিদিনের লেনদেনের হিসাব করা যায় বেচা-বিক্রি ফিচার দিয়ে । এই ফিচারে দুইটি মোড আছে। একটি কুইক সেল, আরেকটি লিস্ট সেল।

কুইক সেলঃ বেচা-বিক্রির কুইক সেল থেকে স্টকে পণ্য যোগ না করেই বিক্রয় এন্ট্রি দেয়া যায়, যা ব্যস্ত সময়গুলোতে নিশ্চিত করে কম সময়ে অধিক লেনদেন। অর্থাৎ আপনার স্টকে যদি কোন পণ্য যোগ করা না থাকে, সে ক্ষেত্রে কুইক সেল দিয়ে আপনি দ্রুত কাস্টমারের সাথে লেনদেনের হিসাব করতে পারবেন।

লিস্ট সেলঃ সরাসরি স্টক থেকে পণ্য বিক্রি করা যায় লিস্ট সেল দিয়ে, তাই স্টকে পণ্যের পরিমাণের লাইভ আপডেট পাওয়া যায় সাথে সাথেই।

সুবিধা:
✅ সময় বাঁচায়
✅ নির্ভুলভাবে হিসাব রাখা যায়
✅ পণ্যের লাইভ আপডেট পাওয়া যায়
✅ প্রোমোকোড বা ডিসকাউন্ট ব্যবহার করা যায়
✅ তথ্য হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না
✅ কাস্টমারকে রিসিপ্ট দিতে পারবেন

বেচা-বিক্রির ফিচার কিভাবে ব্যবহার করবেন:

১। প্রথমে বেচা-বিক্রি ফিচারে ট্যাপ করুন।

২। স্টকে নেই, এমন কোন পণ্যের বিক্রয় এন্ট্রি দিতে ব্যবহার করুন কুইক সেল। কুইক সেল-এ পণ্যের নাম ও দাম লিখে এন্ট্রি দিন। একাধিক পণ্য বিক্রয় করলে ক্যালকুলেটরটির নিচের দিকে “+” বাটনে ট্যাপ করে আবার পণ্যের নাম ও দামের এন্ট্রি দিন। মোট কত টাকা হয়েছে, তা মোট-এর ঘরে দেখতে পাবেন। এর উপর ট্যাপ করলে পরের পেইজে পেমেন্ট নেওয়ার মাধ্যমগুলো দেখতে পাবেন। সেখান থেকে আপনার কাস্টমারের সুবিধামত মাধ্যম নির্বাচন করুন।

৩। স্টক থেকে সরাসরি পণ্য বিক্রি করতে ব্যবহার করুন লিস্ট সেল। প্রথমে বেচা-বিক্রি ফিচারে ঢুকে লিস্ট সেল-এ ট্যাপ করুন। দেখতে পাবেন আপনার পণ্যের স্টক সেখানে রেডি আছে। স্টক থেকে পণ্যের উপর ট্যাপ করলেই পণ্যের বিক্রয়ের এন্ট্রি দেওয়া হয়ে যাবে। কোন পণ্য একাধিক বিক্রয় করলে তার উপর আবার ট্যাপ করুন, অর্থাৎ কোন পণ্য একজন কাস্টমারের কাছে যতগুলো বিক্রয় করবেন, ততবার সে পণ্যের উপর ট্যাপ করুন। পরের ইনপুটটি আগের ইনপুটের সাথে যোগ হয়ে যাবে। এরপর মোট বাটনে ট্যাপ করুন। পরের পেইজে আগের মতই পেমেন্ট নেওয়ার মাধ্যম সিলেক্ট করুন।

ব্যস, এভাবে খুব সহজেই বেচা-বিক্রিতে এন্ট্রি দিয়ে ব্যবসায়ের লেনদেনের হিসাব করা যায়।

 

বিঃ দ্রঃ
১। কিস্তিতে পণ্য বিক্রি করতে হলে পণ্যের দাম অন্তত ৫০০০ টাকা বা তার অধিক হতে হবে।
২। বেচা-বিক্রি থেকে থার্মাল পজ প্রিন্টার দিয়ে রিসিপ্ট প্রিন্ট করে দেওয়া যায়। রিসিপ্ট কিভাবে প্রিন্ট করবেন, জানতে ডিভাইস পেইজ ভিজিট করুন।

Leave a comment

Las Mejores Casas de Apuestas de Fútbol en España