গ্রাহক তালিকা
ব্যবসা পরিচালনার জন্য আপনার সবচেয়ে ভাল কাস্টমার কারা, আপনার মোট কতজন কাস্টমার আছেন, এদের মধ্যে কারা নিয়মিত আপনার থেকে পণ্য ক্রয় করেন, এসকল বিষয় জানা খুব জরুরি। আর এজন্যই এস-ম্যানেজার নিয়ে এসেছে গ্রাহক তালিকা ফিচারটি, যা ব্যবহার করে এসকল তথ্য রাখতে ও দেখতে পারবেন খুব সহজেই। এই ফিচারটির মাধ্যমে আপনার নতুন –পুরনো সব কাস্টমারকে রাখতে পারবেন এক জায়গাতেই। চাইলে সরাসরি আপনার ফোনের ফোনবুক থেকেও কাস্টমার যোগ করতে পারবেন গ্রাহক তালিকায়।
সুবিধা
কাস্টমারের সাথে লেনদেনে সময় বাঁচায়
নতুন –পুরনো সব কাস্টমারকে রাখা যায় এক জায়গাতেই
এস-ম্যানেজার এর বিভিন্ন ফিচারের কাস্টমারকে রাখা যায় একসাথেই
কাস্টমারের ছবিও অ্যাড করে রাখা যায়
নিয়মিত কাস্টমারদের আলাদা করে দেখা যায়, যাতে তাদেরকে বিভিন্ন অফার দিতে পারবেন
কিভাবে ব্যবহার করবেন:
১। হোমপেজ থেকে “গ্রাহক তালিকা” ফিচার ট্যাপ করুন।
২। “কাস্টমার যোগ করুন” বাটনে ট্যাপ করুন।
৩। পরের পেইজে কাস্টমারের ফোন নাম্বার, নাম, ঠিকানা, ই-মেইল ও ছবি যোগ করুন। কাস্টমারকে সরাসরি ফোনবুক থেকে গ্রাহক তালিকায় যোগ করতে পেইজের উপরে ডান দিকে ফোনবুক আইকনে ট্যাপ করুন ও গ্রাহক নির্বাচন করুন।
৪। উক্ত গ্রাহকের প্রয়োজনীয় তথ্য দেওয়া সম্পন্ন করুন। প্রয়োজনে লেনদেন সম্পর্কিত কোন গুরুত্বপূর্ণ নোটস থাকলে সেটাও লিখে রাখতে পারবেন।
৫। এরপর “সম্পন্ন করুন” বাটনে ট্যাপ করলেই গ্রাহক তালিকায় নতুন গ্রাহক যোগ হয়ে যাবে।
৬। গ্রাহক তালিকায় ঢুকে কাস্টমারের উপর ট্যাপ করলে পরের পেইজে উক্ত কাস্টমারের সাথে লেনদেনের বিবরণী পেয়ে যাবেন। কাস্টমারের কাছে বাকী পাওনা থাকলে “বাকী পরিশোধ করতে অনুরোধ করুন” বাটনে ট্যাপ করে মেসেজ রিমাইন্ডার দিতে পারবেন।