রিপোর্ট
ব্যবসায়ের যে কোন ছোট বড় সিদ্ধান্ত নিতে হলে ব্যবসায়ের সার্বিক অবস্থার ধারনা থাকা খুব প্রয়োজন। তাই ব্যবসায়ের যে কোন রিপোর্ট এক জায়গায় দেখার উদ্দ্যেশ্যে এস-ম্যানেজার অ্যাপে রিপোর্ট ফিচারটি সংযোজন করা হয়েছে। এই ফিচারটিতে তিনটি উপায়ে আপনার ব্যবসায়ের রিপোর্ট দেখতে পাবেন। পণ্য অনুযায়ী বিক্রয় রিপোর্ট, কাস্টমার অনুযায়ী বিক্রয় রিপোর্ট, সাধারণ হিসাব বিবরণী বা ড্যাশবোর্ড – এই তিন ভাবে ব্যবসায়ের রিপোর্ট দেখতে পারবেন।
সুবিধা
কোন পণ্য একদমই বিক্রি হচ্ছে না বা কোন কাস্টমার বেশি করে পণ্য কিনছে, রিপোর্ট ব্যবহার করে সে তথ্য দেখে ব্যবসায়ের বিভিন্ন ভাল-মন্দের সিদ্ধান্ত নেওয়া যায়
পণ্য, কাস্টমার ও সাধারণ হিসাব, তিনভাবেই ব্যবসায়ের রিপোর্ট বানানো ও দেখা যায়
সাধারণ হিসাব বা ড্যাশবোর্ডে ব্যবসায়ের দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক মোট বিক্রি, মোট কালেকশন ও মোট বাকী, সব রিপোর্ট দেখা যায়
কিভাবে ব্যবহার করবেন:
১। রিপোর্ট ফিচারে ঢুকে পণ্য অনুযায়ী বিক্রয় রিপোর্ট-এ ঢুকে সময়সীমার ইনপুট দিয়ে রিপোর্ট রেডি করুন বাটনে ট্যাপ করলে ঐ সময়ে কি কি পণ্য বিক্রি হয়েছে, তা দেখতে পাবেন।
২। কাস্টমার অনুযায়ী বিক্রয় রিপোর্ট–এ ঢুকে সময়সীমার ইনপুট দিন ও রিপোর্ট রেডি করুন বাটনে ট্যাপ করলে ঐ সময়ে কার কার কাছে কত টাকার পণ্য বিক্রি হয়েছে, তা দেখতে পাবেন।
৩। সাধারণ হিসাব বিবরণীতে ঢুকে আপনার ব্যবসায়ের দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক সব ভাবেই রিপোর্ট দেখতে পারবেন।