কিস্তি
ব্যবসায়ের বিক্রি বাড়াতে ব্যবহার করুন এস-ম্যানেজার এর কিস্তি ফিচার। ৫০০০ টাকা বা তার অধিক মূল্যের পণ্য কোন পজ মেশিন ছাড়াই কিস্তিতে ক্রেডিট কার্ড ব্যবহারী কাস্টমারের কাছে বিক্রি করে পেমেন্ট নেয়া যাবে এস-ম্যানেজার অ্যাপের কিস্তি ফিচারের মাধ্যমে।
সুবিধা
বিক্রি বাড়বে।
বিক্রেতা পুরো টাকা একসাথে পেয়ে যাবেন।
বিক্রেতাকে কিস্তির কোন ঝামেলা নিতে হবে না।
পজ মেশিন লাগে না।
কিভাবে ব্যবহার করবেন:
১। হোম পেজ থেকে কিস্তি ফিচারে ট্যাপ করুন।
২। “নতুন কিস্তি তৈরী করুন” বাটনে ট্যাপ করে টাকার পরিমান লিখুন। টাকার পরিমান কমপক্ষে ৫০০০ টাকা হতে হবে। এরপর “পরবর্তী” বাটনে ট্যাপ করুন।
৩। পরের পেইজে কয়টি কিস্তিতে কাস্টমার পেমেন্ট করবেন, তা নির্বাচন করুন।
৪। এরপরের পেইজে কিস্তির যাবতীয় তথ্য চলে আসবে। “কিস্তি (EMI) লিঙ্ক তৈরি করুন” বাটনে ট্যাপ করে একটি লিংক ক্রিয়েট করুন।
৫। পরের পেইজে লিঙ্কটি কাস্টমারকে মেইল, মেসেজ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারবেন।
৬। কাস্টমারকে লিঙ্কটি পাঠিয়ে দিলেই কাস্টমার সেই লিংকে প্রবেশ করে তার ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন। কাস্টমার পেমেন্ট করার সাথে সাথে পণ্যের পুরো মূল্য তা আপনার এস-ম্যানেজার ওয়ালেটে টাকা জমে হয়ে যাবে। তারপর কাস্টমার বাকী কিস্তি ব্যাংকে পরিশোধ করবেন।
বিঃদ্রঃ কাস্টমারকে পণ্য দেওয়ার আগে আপনার এস-ম্যানেজার ওয়ালেটে জমা টাকার পরিমাণ চেক করে নিবেন।