অনলাইন স্টোর কি?
অনলাইন স্টোর এস-ম্যানেজারের নতুন ফিচার যা দিয়ে কেউ একটি অনলাইন ব্যবসা শুরু করতে পারবেন অর্থাৎ একজন ব্যবসায়ী তার ব্যবসাইয়ের জন্য একটি অনলাইন স্টোর খুলে একটি ই-কমার্স সাইটে পরিণত করতে পারবেন।
অনলাইন স্টোর খুলতে কি আগে থেকে এস-ম্যানেজার একাউন্ট থাকা লাগবে?
না। যে কেউ অনলাইন স্টোর খুলে অনলাইন ব্যবসা করতে পারবেন। যাদের আগে থেকেই নিজের ব্যবসা ও এস-ম্যানেজার একাউন্ট আছে, তারা তাদের ব্যবসাকে এই ফিচারের মাধ্যমে অনলাইন ব্যবসায় পরিণত করতে পারবেন। যাদের আগে থেকে কোন ব্যবসা বা এস-ম্যানেজার একাউন্ট নেই, তারাও অ্যাপটি ডাউনলোড করে এই ফিচারের মাধ্যমে নতুন ব্যবসা শুরু করতে পারবেন।
অনলাইন স্টোরের সুবিধা কি?
- অনলাইনে স্টোর ব্যবহার করে আপনার ব্যবসাকে ই-কমার্স সাইটে পরিবর্তন করতে পারবেন
- ব্যবসার পরিধি বাড়বে
- নিজস্ব কাস্টম ওয়েব স্টোর পাবেন
- ব্যবসায়ের সবকিছুই একটি সিঙ্গেল প্লাটফর্মে করতে পারবেন
কিভাবে অনলাইন স্টোর খুলে ব্যবসা করতে হবে?
আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন, তাহলে নিম্নোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ
১। প্রথমে প্লে-স্টোর থেকে এস-ম্যানেজার ডাউনলোড করুন।
২। অ্যাপটি চালু করে রেজিস্ট্রেশনের জন্য আপনার তথ্যগুলো দিন।
৩। পেইজের নিচের দিকে “আপনি কি অনলাইনে ব্যবসা করতে চান?” এর স্থানে “হ্যাঁ” নির্বাচন করে “এগিয়ে যান” বাটনে ট্যাপ করুন।
৪। পরের পেইজে আপনাকে অভিনন্দন জানানো হবে। পেইজের নিচে “অ্যাপ ব্যবহার করুন” বাটনে ট্যাপ করুন।
৫। আপনাকে অনলাইন স্টোর পেইজে নিয়ে যাওয়া হবে। পেইজের ৩টি ধাপ পূরণ করে আপনার অনলাইন ব্যবসা শুরু করতে হবে।
৬। প্রথম ধাপ “অনলাইন স্টোর তৈরি করুন”-এর “স্টোর পাবলিশ করুন” বাটনে ট্যাপ করে আপনার স্টোর অনলাইনে পাবলিশ করুন।
৭। দ্বিতীয় ধাপ “পণ্য যোগ করুন”-এর “পণ্য যোগ করুন” বাটনে ট্যাপ করুন। আপনাকে একটি নতুন পেইজে নিয়ে যাওয়া হবে। পেইজে আপনার পণ্যের ছবি যোগ করুন, পণ্যের ক্যাটাগরি সিলেক্ট করুন, মূল্য নির্ধারন করুন ও এরপর সব তথ্য সেভ করতে নিচের “সেভ করুন” বাটনে ট্যাপ করুন।
৮। একটি “অভিনন্দন” পপ আপ মেসেজ আসবে। নতুন পণ্য যোগ করতে “ঠিক আছে” বাটনে ট্যাপ করুন। আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে “শেয়ার করুন” বাটনে ট্যাপ করুন।
৯। “ঠিক আছে” বাটনে ট্যাপ করলে পরের পেইজে নতুন পণ্য যোগ করতে পারবেন। একই পেজে এস-ম্যানেজার অ্যাপ থেকে আপনার স্টোরটি দেখতে “ভিসিট করুন” বাটনে ট্যাপ করুন। আর অনলাইন স্টোর সেটিংস বদলাতে চাইলে “অনলাইন স্টোর সেটিংস” বাটনে ট্যাপ করুন। অনলাইন স্টোর সেটিংস– এ আপনার স্টোরের পাবলিশ স্ট্যাটাস, নাম, অনলাইন স্টোরের পাবলিক লিঙ্ক, লোগো ইত্যাদি তথ্য দেখতে ও পরিবর্তন করতে পারবেন।
পুরনো ইউজারদের জন্যঃ
যারা আগে থেকে নিজেদের ব্যবসা সামলাতে এস-ম্যানেজার ব্যবহার করছেন, তারা “অনলাইন বিক্রি” ফিচারে অথবা অ্যাপ ব্যানারে ট্যাপ করলে অনলাইন স্টোর খুলবার পেজটি চলে আসবে। সেখান থেকে উপরের নতুন ইউজারদের জন্য দেওয়া ধাপগুলোর ৫ নম্বর থেকে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে তার ব্যবসাটি অনলাইন ব্যবসায় পরিণত করতে পারবেন।
অনলাইন স্টোর চালানোর জন্য কোন প্যাকেজে সাবস্ক্রাইব করতে হবে?
অনলাইন স্টোর দিয়ে ব্যবসা করতে হলে একজন নতুন ইউজারকে এস-ম্যানেজার আলট্রা প্যাকেজে সাবস্ক্রাইব করতে হবে।
এস-ম্যানেজার আলট্রা কি?
“এস-ম্যানেজার আলট্রা” হল এস-ম্যানেজারের নতুন একটি সাবস্ক্রিপশন প্যাকেজ যে প্যাকেজটিতে সাবস্ক্রাইব করলে একজন ইউজার “অনলাইন স্টোর” ফিচারটি ব্যবহার করতে পারবে।
এস-ম্যানেজার আলট্রা এর সাবস্ক্রিপশন ফি কত?
এস-ম্যানেজার আলট্রা” এর সাবস্ক্রিপশন ফি মাসিক ৪৫০ টাকা।
এস-ম্যানেজার আলট্রা দিয়ে কি এস-ম্যানেজারের অন্যান্য ফিচার গুলো ব্যবহার করা যাবে?
এস-ম্যানেজার আলট্রা” দিয়ে বেসিক ও বেসিক প্লাসের ফিচারগুলো ব্যবহার করা যাবে।
Key Word: ecommerce website development.