স্টক
আপনার ব্যবসায়ের সকল পণ্যের হিসাব এক জায়গায় লিপিবদ্ধ রাখতে ব্যবহার করুন স্টক ফিচার। স্টকে পণ্যের এন্ট্রি দিন। বিক্রির পর স্টক থেকেই পেয়ে যাবেন পণ্যের লাইভ আপডেট, অর্থাৎ কোন পণ্য কয়টি বিক্রি হয়েছে ও কয়টি স্টকে জমা আছে, আবার মোট কত টাকার পণ্য স্টকে আছে, তার হিসাব। চাইলে পণ্যের ক্যাটাগরি বা ওয়েবস্টোরে পাবলিশড নাকি আনপাবলিশড, তা স্টকে দেখতে পারবেন।
সুবিধা
পণ্যের পরিমাণের লাইভ আপডেট পাওয়া যায়
দোকানে মোট কত টাকার পণ্য আছে, তা দেখা যায়
কোন পণ্য চলছে না বা কোনটা আবার আনতে হবে, এসব সিদ্ধান্ত নিতে সময় বাঁচায়
তথ্য হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না
কিভাবে ব্যবহার করবেন:
১। প্রথমে স্টক ফিচারে ট্যাপ করুন।
২। নতুন পণ্য যোগ করতে “পণ্য যোগ করুন” বাটনে ট্যাপ করুন। পরের পেইজে পণ্যের ছবি, ক্যাটাগরি, পণ্যের নাম, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, পণ্যের একক, স্টকে পণ্যের সংখ্যা ও পণ্যের বর্ণনা লিখুন। ডিসকাউন্ট দিতে চাইলে ছাড়ের পরিমাণ ইনপুট দিন। সব কিছু দেওয়া শেষ হলে “এগিয়ে যান” বাটনে ট্যাপ করুন, তাহলে পণ্যটি স্টক লিস্টে যোগ হয়ে যাবে।
৩। এবার স্টক লিস্টে পণ্যটি দেখতে পাবেন। পণ্য যোগ করতে নিচে “+নতুন পণ্য” বাটনে ট্যাপ করে আগের ধাপগুলো চলে আসবে। আগের মতই পণ্যের ছবি, নাম, মূল্য, বর্ণনা ইত্যাদি ধাপগুলো পূরণ করে স্টকে নতুন পণ্য যোগ করুন।
৪। স্টক লিস্ট থেকে ফিল্টার করে পাবলিশড বা আনপাবলিশড পণ্য, অথবা ক্যাটাগরি ধরে বিভিন্ন পণ্য দেখতে পাবেন।
৫। কয়টি ক্যাটাগরির পণ্য আছে, তা দেখতে ক্যাটাগরি লিস্ট বাটনে ট্যাপ করুন। পরের পেইজে কয়টি ক্যাটাগরিতে কয়টি পণ্য আছে, তা দেখতে পাবেন। এই পেইজ থেকেই প্রয়োজনে নতুন ক্যাটাগরিও যোগ করতে পারবেন।